ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

যে কোন সময় সিটিসেল বন্ধ হয়ে যেতে পারে

25092_cityঅনলাইন ডেক্স  ::::

বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। রাজস্ব বকেয়া পরিশোধ না পারায় যে কোনো সময় সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। আজ রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আগামী দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এ বিষয়ে দ্রুত পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানায় সংস্থাটি। বিটিআরসি সূত্রে জানা গেছে, সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। একাধিকবার নোটিশ ও তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানটি ওই বকেয়া অর্থ পরিশোধ করেনি। উল্লেখ্য, অপারেটরটির গ্রাহক সংখ্যা প্রায় সাত লাখ। এটি বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক।

 

পাঠকের মতামত: