ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পুলিশ ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত

mail.google.comএম.এ আজিজ রাসেল ::

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা জট কমানোর লক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত ভবনের হল রুমে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পিপি এড. মমতাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইছহাকসহ ম্যাজিষ্ট্রেট, জেলার ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি)। সম্মেলনে বক্তারা বলেন, জেলার প্রায় ৬৮ হাজার মামলা বিচারাধীন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগনকে বিচার কর্ম বিভাগের সুফল পৌঁছে দিতে হবে। কোন পর্যায়ে কারো দায়িত্ব অবহেলার কারণে বিচার প্রার্থী জনগন ক্ষতিগ্রস্থ হলে ভবিষ্যতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া মামলা জট নিরসনের লক্ষ্যে জেলার বিচারকের শূণ্য পদ সমূহ শীগ্রই পূরণ করার আশ্বাস প্রদান করা হয়। জেলার সকল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ২৭,৪৯৭টি। বর্তমানে কর্মরত সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সন্তোষজনক মামলা নিষ্পত্তির পরও মামলা দায়েরের হার বেশী হওয়ায় বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । নিষ্পত্তির চেয়ে মামলা দায়েরের হার হ্রাসকরণের লক্ষ্যে মামলা দায়েরের বিষয়ে উৎসাহিত না করার ও বিকল্প বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী করার আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত: