ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আলীকদমে চার ইউনিয়নে সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

 mail.google.comমমতাজ উদ্দিন আহমদ, আলীকদম :::

বান্দরবানের আলীকদম উপজেলার চার ইউনিয়নে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারটার সময় আলীকদম উপজেলা পরিষদের হলরূমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-আমিন আনুষ্ঠানিকভাবে তাঁদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা ও ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং মুরুং প্রমুখ।

গত ২৩ জুলাই বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। গতকাল বৃহস্পতিবার চার ইউনিয়নের ৪৮ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করার ইউএনও মো. আল-আমিন।
উল্লেখ্য, গত ৪ জুন ৬ষ্ঠ ধাপে আলীকদমের চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটি ইউনিয়নের মধ্যে নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়ন নবগঠিত। প্রথমবারের মত এ দু’ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। আশির দশকে দু’টিমাত্র ইউনিয়ন নিয়ে আলীকদম উপজেলা গঠিত হয়েছিল।

২০১৩ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে আলীকদমে নতুন দু’টি ইউনিয়ন করার নির্দেশনা আসে। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে ২০১৪ সালের ২৪ জুলাই ‘নয়াপাড়া’ ও ‘কুরুকপাতা’ নামে দু’টি ইউনিয়নে গঠনের গেজেট প্রকাশিত হয়।

পাঠকের মতামত: