ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে গুপ্ত হত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগকে রুখে দাঁড়াতে হবে -চকরিয়ায় স্বেচ্ছাসেবকলীগ

sএম.জিয়াবুল হক, চকরিয়া :::

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন বিকালে উপজেলা পরিষদ সড়কের ভরামুহুরীস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্টানের সুচনা করা হয়। এরপর অনুষ্টিত হয় আলোচনা সভা।

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম এমএ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, জনগনের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বহিবিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে স্থান নিয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সামগ্রিকভাবে দেশে উন্নয়নের অগ্রযাত্রা চলছে। তিনি বলেন, সরকারের সফলতা দেখে স্বাধীনতা বিরোধী চক্র দিশেহারা হয়ে এখন দেশে গুপ্ত হত্যা, সন্ত্রাস ও জঙ্গি হামলার মতো ঘৃন্য অপরাধে জড়িয়ে পড়েছে। তাঁরা নিরাপরাধ মানুষকে হত্যা করছে। তাই দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পাশাপাশি আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্থরের নেতাকর্মীকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীনতা বিরোধী চক্রের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বেচ্ছাসেবকলীগের সকলস্থরের নেতাকর্মীকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে ভ্যানগার্ডের ভুমিকা পালন করতে হবে।

অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন বাবুল, বাংলাদেশ সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড.আশরাফুল ইসলাম সজিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্টাতা সভাপতি জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সহ-সভপতি বশির আহমদ। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম রাহিত, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি খালেদুল ইসলাম মনু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সুমন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক তপন সুশীল, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফু, সাইফুল ইসলাম বাবলু, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকিবুর রহমান কলিম, হারবাং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোরশেদ আলম, যুবলীগ নেতা মনজুর হাসান মায়া, হাসান মাহমুদ আরিফ, মনুর আলম জিহাদ, মোকাররম, তৌহিদ, ছাত্রনেতা সৃজন দাশ, পৌরসভা ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু দাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা পাপ্পু মহাজন, সুজন দাশ, শওকত, মোরশেদ, রিপন, ও নয়ন দাশ প্রমুখ।

পাঠকের মতামত: