ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সৈকতে যৌথ অভিযান ; ৩ জনকে দন্ড

jআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

কক্সবাজার সমুদ্র সৈকতে যৌথ অভিযান    পরিচালনা করেছেন জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ টীম। ২৪ জুলাই (রবিবার) সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে সমিতিপাড়া বাজার পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, উক্ত অভিযানে বিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫২ টি মশারী জাল ও অন্যান্য সরঞ্জাম আটক করা হয়। অবৈধপন্হায় সাগর থেকে আহরিত পোনা ক্রয়-বিক্রয়ের ৩ টি ডিপো এসময় ধ্বংস করে ও উক্ত ডিপো থেকে একলক্ষ ত্রিশ হাজার চিংড়ি পোনা আটক করে সাগরে অবমুক্ত করা হয়। অবৈধ পন্হায় পোনা আহরণের দায়ে এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন-১৯৫০ এর বিভিন্ন ধারায় পোনা আহরনকারী শফিক ও জাহাংগীরকে ৩ মাসের কারাদন্ড এবং পোনা ব্যবসায়ী নুরুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, চলমান জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে সপ্তাব্যাপী গৃহীত কর্মসূচীর অংশ হিসাবে উক্ত অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন। কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাকির হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড ফোর্স, কক্সবাজারস্হ  ৯ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন আনসার ফোর্স, মৎস্য অধিদপ্তরীয় বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও মোবাইল কোর্ট সহকারী সুমন দে অভিযানে সহায়তা করেন। জব্দকৃত জাল ও অন্যান্য সরঞ্জাম বিকালে জেলা মৎস্য ভবনের সামনে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ ও ধ্বংসকৃত জাল এবং সরঞ্জামাদীর আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত: