ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় ছয় ইউনিয়নের নির্বাচিত ৬জন চেয়ারম্যান ও ৭২ মেম্বার শপথ নিয়েছেন

Chakaria Picture (U.P-1) 23-07-2016Chakaria Picture (U.P) 22-07-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলে গত ৭ মে অনুষ্টিত ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের মেম্বাররা শনিবার (২৩ জুলাই) আনুষ্টানিকভাবে শপথ নিয়েছেন। এদিন দুপুর বারোটায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.আলী হোসেন ছয় ইউনিয়নের নির্বাচিত ৬জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। অপরদিকে ছয় ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ১৮জন ও সাধারণ ওয়ার্ডের ৫৪জন মেম্বারকে শপথ বাক্য পাঠ করান উপজেলার ইউপি নির্বাচনের সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। ওইসময় জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, গত ৭ মে অনুষ্টিত উপজেলার ছয় ইউনিয়নে ৬জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে ১৮জন নারী ও সাধারণ ওয়ার্ডে ৫৪জন পুরুষ মেম্বার পদে বিজয়ী হয়েছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশ করেন। সেই আলোকে শনিবার তাদেরকে শপথ দেওয়া হয়েছে। শপথ নেয়া ছয় ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন, উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। ঢেমুশিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু। কোণাখালী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার। বিএমচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম জাহাংগীর আলম। পুর্ববড় ভেওলা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল ও বদরখালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান প্যানেল চেয়ারম্যান খাইরুল বশর। #

পাঠকের মতামত: