ফান্সের সাহায্য সংস্থা বারাকা সিটির অর্থায়নে কক্সবাজারের চকরিয়ায় পালসের উদ্যোগে রোয়ানু তান্ডবে পৌরসভার ক্ষতিগ্রস্ত দেড়শতাধিক পরিবারের মাঝে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ পালস বাংলাদেশ এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, পালসের পরিচালক (কর্মসুচী) আতিকুল ইসলাম চৌধূরী, কর্মকর্তা আহমদ উল্লাহ, রাশেদুল ইসলাম সোহেল, কহিনুর আক্তার, চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকছুদুল হক মধু, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা এসএম সায়েম, পৌরসভার কর্মকর্তা আবদুল হামিদ, সড়ক বাতি পরির্দশক রাজিফ চৌধুরী, পৌরসভা আওয়ামী মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা। পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, ফান্সের সাহায্য সংস্থা বারাকা সিটির অর্থায়নে পালসের উদ্যোগে এদিন চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুর্ণিঝড় রোয়ানু আঘাতে বেশি ক্ষতিগ্রস্থ দেড়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পালসের এ কার্যক্রমের আওতায় চকরিয়া ও পেকুয়া উপজেলায় রোয়ানু তান্ডবে ক্ষতিগ্রস্থ ৬শত পরিবারকে এবং কক্সবাজার জেলায় সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, রোয়ানু আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য এনজিও সংস্থা পালস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সাথে আগামীতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান মেয়র। #
পাঠকের মতামত: