ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

Pic-Chakaria-Brikko-Mela16-2_1

মৃত্তিকা দেবী, চকরিয়া:

“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান’ দেশি ফল বেশি খান” এ শ্লোগানকে সামনে রেখে পুরাতন বিমান বন্দর মাঠে চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে চলছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা। বৃহস্পতিবার ২১জুলাই সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপি এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ। উল্লেখ্য, ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলায় দেশী-বিদেশী বৃক্ষের চারা নিয়ে ৪০টিরও বেশি স্টল অংশগ্রহণ করে।

পাঠকের মতামত: