ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

Pic-Chakaria-Motshaw-Shoptahশিমুল কান্তি নাথ, চকরিয়া:
“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এ শ্লোগানকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’১৬ এর নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে।

এ উপলক্ষে বুধবার ২০জুলাই সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ। প্রধান অতিথি তার বক্তব্যে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদুল হক।

ফিল্ড এসিস্ট্যান্ট মোহাম্মদ সাইফুল্লাহ ও আশিক এসবি সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

পরে উপজেলা চেয়ারম্যান জাফর আলম এমএ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা ফরিদুল আলম।

 

পাঠকের মতামত: