ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পৌরসভার আয়োজনে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী সভা

Pic-03-Chakaria-19.07.16_1সুমারানী দাশ, চকরিয়া :

চকরিয়া পৌরসভার আয়োজনে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। চকরিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো.আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে স্ব-স্ব এলাকার মানুষদের সজাগ থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম। এই এই ধর্মে খুন-খারাপি অন্যের ক্ষতি করার কোন বিধান নাই। কিন্তু কথিত আইএসের ব্যানারে উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে ধর্ম-জাতি দেশের ক্ষতি করছে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই জঙ্গিবাদ মোকাবেলার। পৌরসভার কর্মকর্তা জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া উপেজলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বিকম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুর রশিদ দুলাল, আওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন এমএ, কৃষকলীগ নেতা আলাউদ্দিন চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা আবু মুছা, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা প:প কর্মকর্তা ডা:আবদুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভার সচিব মাউসোদ মোর্শোদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মকছুদুল হক মধু, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা বশিরুল আইয়ুব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফোকানুল ইসলাম তিতু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াবুল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামালা উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুজিবুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা নজরুল ইসলাম, ১,২,ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাশেদা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাজেয়া সুলতানা খুকুমনি, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, আওয়ামীলীগ নেতা আহম্মদ রেজা, মৌলানা জসিম উদ্দিন, হাফেজ এনামুল হক, মৌলভী নুরুল হক, মৌলানা সুলেমান, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন কান্তি দাশসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: