ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া-লামা সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, আহত ৩

চকরিয়া অফিস : 1
চকরিয়া-লামা সড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী সীমান্ত ব্রীজ এলাকায় ব্যারিকেড দিয়ে আর এফ এল কোম্পানীর প্লাইবোর্ড ভর্তি একটি ট্রাকে সশস্ত্র ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের মারধরে ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মুখোশ পরা অস্ত্রধারীরা পাশের পাহাড়ে ঢুকার খবরটি জেলা পুলিশ সুপারকে অবহিত করার তিন ঘন্টার মধ্যে এ ডাকাতি সংগঠিত হয়েছে। তারপরও পুলিশ ওই এলাকায় যায়নি। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ডাকাতির ঘটনাটি নিশ্চিত করে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ; বান্দরবানের আলী কদম উপজেলায় আর. এফ. এল কোম্পানীর একটি প্লাইউড কারখানা আছে। গত শুক্রবার ওই কারখানা থেকে চকরিয়া উপজেলা হারবাংয়ের জাফর আলম নামের এক ব্যক্তি একটি ট্রাক নিয়ে প্লাইবোর্ড ভর্তি করে ঢাকার কাঁচপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি রাত সাড়ে ১২টার দিকে লামা-চকরিয়া সড়কের চকরিয়া সীমান্ত ব্রীজে পৌঁছলে সশস্ত্র ডাকাত দলের ব্যারিকেডে পড়ে। এতে ৭-৮ জনের মূখোশ পরা সশস্ত্র ডাকাত দল ট্রাক চালক মোঃ মানিক(৪০), জাফর আলম(৩৫) ও হেলপারকে দঁড়ি দিয়ে বেঁধে মারধর করে। এতে তারা তিনজন গুরুতর আহত হন। ডাকাত দল তাদেরকে প্রায় ১ঘন্টা ধরে বেঁধে রাখে। তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট নিয়ে নেয়। একটি বিকাশ করা মোবাইলে ১৫ হাজার টাকা ছিল বলে তারা জানান। পরে তারা হারবাং গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ ব্যাপারে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, এদিন রাত ৯টার দিকে বেশ কিছু সশস্ত্র অস্ত্রধারী ব্যক্তি ফাঁসিয়াখালীর জঙ্গলে অবস্থান নেয়। এ সংবাদটি দেয়ার জন্য চকরিয়া থানার ওসিকে ফোন দেয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি। তাৎক্ষনিক জেলা পুলিশ সুপারকে এ খবরটি দেয়া হয়েছে। তারপরও পুলিশ এ ব্যাপারে তৎপর হয়নি। গিয়াস উদ্দিন চৌধুরী আর বলেছেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল পাহাড়ে বহু অস্ত্রধারী লোক রয়েছে। যারা সম্প্রতি ওই এলাকায় বন ভূমি জবর দখলের জন্য ঢুকেছে। তারা সেখানে অবস্থান নেয়ার পর থেকে ওই এলাকায় ডাকাতিসহ অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এ ব্যাপারে জানার জন্য চকরিয়া থানার ওসি মোঃ জহিরুল ইসলাম খানকে বেশ কয়েকবার মুঠো ফোনে কথার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পাঠকের মতামত: