ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

লামায় মুদি দোকান কর্মচারী খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

Lama-Manobbandon-Photoলামা প্রতিনিধি ::::
গত ১৫ জুলাই বান্দরবানের লামা উপজেলার সরই ই্উনিয়নের ক্যায়াজুপাড়া বাজারের মুদি দোকান কর্মচারী খোকন নাথ হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে সর্বস্তরের জনসাধারন, সনাতন সমাজ, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লামা উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে মানববন্ধনে দু’শতাধিক নারী পুরুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন। মানববন্ধনে খোকন নাথ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও জেলা পরিষদের সাবেক সদস্য আবু মুছা ফারুকী, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন। লামা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় মানববন্ধনে পৌরসভার সাবকে ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রফিক, সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ হাসান, আওয়ামী লীগ নেতা বিজয় আইচ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক থুইনুমং মার্মা এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ জুলাই খোকন নাথ লুলাই বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দোকানের বাকি টাকা আদায় করে ফেরার পথে মেরইত্তাঝিরি নামক স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়। খোকন নাথ (৩৫) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব কলাউজান পাড়ার বাসিন্দা শুধাংশু নাথের ছেলে। তিনি ১৩ বছর ধরে ক্যয়াজুপাড়া বাজারের আবুল কালাম সওদাগরের মুদি দোকানে কাজ করতেন।

পাঠকের মতামত: