ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবি -চকরিয়ায় সুজন

aqচকরিয়া অফিস:

বাংলাদেশের স্বাধীনতা স্বার্বোভৌমত্ব আজ কিছু শকূন নষ্ট করার ষড়যন্ত্র করছে তাই দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গিবাদ নামক সেই হিংস্্র শকূনকে বন্ধ করা। পৃথিবীর সবচেয়ে শান্তি এবং মানবতাবাদী পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে তারা শুধূ ইসলামকে কলঙ্কিত করছে। তারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মকে অপমানিত করছে। আসলে ইসলাম কোন ভাবেই জিহাদের নামে জঙ্গিবাদ সমর্থন করে না। জঙ্গিরা মানবতার শত্র এদের শক্তহাতে প্রতিহত করতে হবে। তাই দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে। গতকাল ১৬জুলাই সকাল সাড়ে ১০ টা থেকে ১১.৩০ পর্যন্ত চকরিয়া জনতা মার্কেট সংলগ্ন বটতলীর সামনে, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) চকরিয়া উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত মানবন্ধন সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন সরকারের নেওয়া উদ্যোগকে দেশের সকল নাগরিকের সচেতনভাবে পালন করতে হবে। একই সাথে নিজের ছেলে মেয়েরা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে তা খেয়াল রাখতে হবে। আর সরকার কে দলীয় দৃষ্টি ভঙ্গির বাইরে এসে সব দল এবং মতের সর্বস্থরের মানুষ কে সাথে নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জন্য অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এতে বক্তব্য রাখেন সুজন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এড:লুৎফুল কবির, নারী নেত্রী শাহানা বেগম, বিশিষ্ট সাংবাদিক মিজবাউল হক, পৌর কাউন্সিলার আনজুমান আরা বেগম, নারী নিগার উম্মে সুলতানা এ্যানী,নারী নেত্রী নারগিছ আক্তার, মনির হোসেন ও ইয়ুথ সদস্য। ##

পাঠকের মতামত: