ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুন্দার

omit_1সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানচেষ্টার একদিন পার না হতেই ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ করেছে তুরস্ক। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, সেনাপ্রধানকে জিম্মি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা করে। এর কয়েক ঘণ্টা পর উপকূলীয় শহর মারমারিস থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা তাঁকে ঘিরে রাখেন।

ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোয়ান বলেন, বর্তমান সেনাপ্রধান হুলুসি আকারের বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে অভ্যুত্থানচেষ্টার পর সকালে তুরস্কের ইস্তাম্বুল ও আংকারায় সরকার সমর্থকদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যুত্থানচেষ্টার সময় রাজধানী আংকারায় গুলিতে ৬০ জন নিহত হয়েছেন।

 

পাঠকের মতামত: