ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মাতামুহুরীতে মেশিন বসিয়ে বালু উত্তোলন, চোরবালির গর্তে ডুবে শিশুর মৃত্যু

solil somadiএম.জিয়াবুল হক, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে এমদাদুল হোসেন আনার (৮) নামের এক শিশু চোরাবালির গর্তে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়া ঘোনা গ্রামে মাতামুহুরী নদীর ঘাটপাড়া পয়েন্টে ঘটেছে এ ঘটনা। এমদাদুল ওই গ্রামের মনু আলম প্রকাশ মনু মেস্ত্রীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে এমদাদুল হোসেন বাড়ির পাশের মাতামুহুরী নদীর ঘাটে গোসল করতে নামে। এসময় নদীর চোরাবালির গর্তে ডুবে এমদাদুল হারিয়ে যায়। কিছুক্ষণ পর তার মরদেহ ভেসে উঠে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে কয়েকবছর ধরে প্রকাশ্য দিবালোকে চলছে পাম্প মেসিন বসিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলণের মহোৎসব। প্রশাসনের সংশ্লিষ্টদের ম্যানেজ করে আবার ক্ষেত্র-বিশেষে প্রশাসনের অগোচরে নদীর তীর এলাকার বিভিন্ন পয়েন্টে বালু লুটের এ অপকর্ম চলে আসছে। বালু উত্তোলন করতে করতে নদীর তলদেশ মাটি শুন্য হয়ে এখন সৃষ্টি হয়েছে অসংখ্য চোরাবালির গর্ত।

স্থানীয়দের অভিযোগ, বালু লুটেরা চক্রের সৃষ্ট ওই রকম একটি চোরাবালির গর্তে ডুবে বৃহস্পতিবার দুপুরে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনার পর প্রশাসন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা নেয় এখন তা দেখার বিষয় বলে মন্তব্য করেন অনেকে।

জানতে চাইলে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু বলেন, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারনে নদীর বিভিন্ন পয়েন্টে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। বালু লুটেরাদের গর্তের কারণে শিশু এমদাদুল মারা পানিতে ডুবে মারা গেছে। #

পাঠকের মতামত: