ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ইসলামপুর নৌপথ প্রভাশালী মিল মালিক ও দখলবাজদের দখলে হারিয়ে যাচ্ছে নব্যতা

ewসেলিম উদ্দিন, ঈদগাঁও :::

ককসবাজারের ইসলামপুর শিল্প এলাকার একমাত্র নৌপথটি দখলদারদের দখলে চলে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা লবণ মিল করার নাম দিয়ে একের পর এক ইসলামপুর খালের দু’পাশ দখলের প্রতিযোগিতায় নেমেছে।

অভিযোগে জানা যায়,উক্ত শিল্প এলাকায় নামে বেনামে ৭০টির ও অধিক লবণ মিল রয়েছে। তৎমধ্যে বেশ কয়েকটি মিল সাইনবোর্ড নাম সর্বস্ব এবং রশিদ মুলে। অপরদিকে একমাত্র লবণ ঘাট নামে পরিচিত ইসলামপুর খালের দু’পাশে ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশ কয়েকটি লবণ মিল। যাদের সরকারী কোন কাগজপত্র নেই। দখলবাজরা চলতি মৌসুমকে সামনে রেখে খালের উভয় পার্শ্বের বিভিন্ন পয়েন্টে একের পর এক গড়ে তুলেছে লবণ মিল।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,মোহাম্মদীয়া সল্টের পূর্ব পার্শ্বে,বেসোডিয়াম সল্টের পশ্চিম পার্শ্বে,কৃষিবিদ সল্টের দক্ষিণ পার্শ্বে,সৈকত সল্টের পূর্ব পার্শ্বে,নূরানী সল্টের দক্ষিণ পাশসহ বিভিন্ন স্থানে দখলবাজরা রাতদিন ট্রাক ডাম্পার দিয়ে মাটি ফেলে এবং লবণ মিলের পলিমাটি দিয়ে বিভিন্ন স্থাপনার সাহায্যে গড়ে তুলেছে লবণ মিল। স্থানীয় লবণ মিল মালিক ও নদী দখলদারেরা একের পর এক নদীর বিভিন্ন টেক-বাঁক দখল করলেও প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকা।

স্থানীয় নৌ চালকরা জানান,এভাবে ইসলামপুর নদী দখলদারদের দখলে চলে গেলে অচিরেই শিল্প এলাকায় লবণ আমদানির রপ্তানীর একমাত্র পথটি বন্ধ হয়ে যাবে।

পাঠকের মতামত: