ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পুকুরে ডুবে মারা গেল জেলা পরিষদের হিসাব রক্ষকের মেয়ে সোহা

রামুতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মেধাবি ছাত্রী মেহজাবিন বিনতে মান্নান সোহা। সোহা কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নানের বড় মেয়ে এবং কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আজ সোমবার (১১ জুলাই) বিকাল পাঁচটারদিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে প্রাণ হারায় সোহা। মেধাবি এ ছাত্রীর মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন ও ইসমত জাহান জানান, সোমবার বিকাল চারটায় বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফিরে সোহা। তারা খোঁজ নিয়ে জেনেছেন, বিকাল পাঁচটার দিকে সোহাকে না দেখে লোকজন খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে সোহার স্যান্ডেল দেখে লোকজন পুকুরে তাকে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই পুকুর থেকে সোহাকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাকে মৃত ঘোষনা করেন।
শিক্ষকরা আরো জানান, এবারের পিএসসি পরীক্ষার্থী সোহা ছিলো খুবই মেধাবি ছাত্রী। তার রোল নাম্বার ২। এমন মেধাবি শিক্ষার্থীকে হারিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোকাহত হয়েছে।
উল্লেখ্য ছাত্রী মেহজাবিন বিনতে মান্নান সোহা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা মনির আহমদের নাতনী এবংবিশিষ্ট ছড়াকার কামাল হোসেনের ভাতিজি।
কাল মঙ্গলবার (১২ জুলাই) সকাল দশটায় কাউয়ারখোপ কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মেহজাবিন বিনতে মান্নান সোহা’র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মেধাবী ছাত্রী মেহজাবিন বিনতে সোহা চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় পরপর চারবার ‘সেরা’ পুরস্কৃত হয়।
বন্ধু-বান্ধব ও পাড়াপড়শীদের কাছে অতি প্রিয় ও আদরের সোহা’র আকস্মিক মৃত্যু সবাইকে শোকাহত করেছে।
মরহুম সোহা’র নামাজে জানাজা মঙ্গলবার (১২ জুলাই) সকাল দশটায় কাউয়ারখোপ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিতহবে বলে জানান মামা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী।

পাঠকের মতামত: