ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাতীয় ঐক্যের আহ্বান আমলে নিচ্ছে না সরকার

rijvi_ruhul_kabirজঙ্গি দমনে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান সরকার আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

বিএনপি নেতা বলেন, রাজনৈতিক সহিংসতার চর্চা অব্যাহত থাকলে উগ্রবাদীরা সুযোগ নেবেই। তাই এ মুহূর্তে সরকারের উচিত হবে দোষারোপের রাজনীতি বন্ধ করে পদত্যাগের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সম্মিলিত প্রচেষ্টাই বর্তমান উগ্রবাদীদের সৃষ্ট জাতীয় সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, সরকার জঙ্গিবাদ দমনের নামে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহকে ‘বন্দুকযুদ্ধে’ নামে হত্যা করা হয়েছে।

দেশ পরিচালনায় ব্যর্থ সরকার ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে দাবি করেন রিজভী। তিনি বলেন, জঙ্গি দমনে জাতীয় ঐক্যের আহ্বানকে আমলে নিচ্ছে না সরকার।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান ও বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির ঊর্ধ্বতন নেতারা সরকারের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান।

 

পাঠকের মতামত: