ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জঙ্গীবাদ ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে চকরিয়ায় ছাত্রমৈত্রীর উদ্যোগে মানববন্ধন

cnএম.জিয়াবুল হক, চকরিয়া ::

সারাদেশে জঙ্গীবাদের উৎপাত ও গুপ্তহত্যা বন্ধে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ছাত্রমৈত্রী। শনিবার বিকেল চারটার দিকে এ কর্মসুচি পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা ছাত্রমৈত্রীর সভাপতি এসএম আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু মোহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন শাহেদ, কেন্দ্রীয় যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক কাইছার আলম, কক্সবাজার জেলা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ওসমান গণি।

সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবক, ধর্মযাজক, নিরীহ গৃহিনীকে হত্যা করা হচ্ছে। পুলিশ ও বিদেশিদের টার্গেট করে জঙ্গী হামলা করা হচ্ছে। এ ধরনের হত্যা বন্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে খুনীদের দ্রুত গ্রেপ্তার করুন।#

পাঠকের মতামত: