ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পর্যটকের ঢল এখন কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি:

21_5ঈদের ছুটিতে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। ফাঁকা নেই সৈকত শহরের চার শতাধিক হোটেল মোটেল। সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনায় পর্যটক আগমন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় থাকলেও ভ্রমনপিপাসুদের সামাল দিতে রীতিমত বেগ পেতে হচ্ছে ব্যবসায়ীদের।

আগত পর্যটকরা বলছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আতঙ্ক ছড়ানো যাবে না।

ঈদের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছিল নানা সংশয়। বিশেষ করে গুলশান হামলার পর কিছু কিছু বুকিং বাতিলও হয়েছিল। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকরা সমুদ্র সৈকতে স্নানসহ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্পটে।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দেশে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পর্যটক সংকটের আশংকা ছিল। কিন্তু তারপরও বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় করায় খুশি তারা।

কক্সবাজার হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন জানালেন, ৪ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্টগুলো পর্যটকে ভরপুর।

কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিশ্চিন্তে আনন্দ সময় উদযাপন করছেন পর্যটকরা।

পাঠকের মতামত: