ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বিএমচরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ভাংচুর, পুড়ে দিয়েছে একটি বাড়ি, ৩লাখ টাকার ক্ষয়-ক্ষতি

zzনিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
চকরিযা উপজেলার বিএমচর ইউনিয়নের পাহাড়ীয়া পাড়া খাসমহল আশ্রয়ণ প্রকল্প এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির বাড়ি পুড়ে দিয়েছে স্বশস্ত্র দূর্বৃত্তরা। অগ্নিসংযোগের পর আশ্রয়ন প্রকল্পের একটি বাড়িও ভাংচুর করেও তারা। গতকাল গভীর রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মৃত ওসমান গনির পুত্র কৃষক ইছাক আহমদ জানায়, গত শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে পরিবারের লোকজন নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইর টিকে বাড়ির আশপাশ এলাকায় মানুষের আনাগোনার শব্দ শুনতে পাই। এসময় মুখে কাপড় বেঁধে ৫/৬ জনের একটি স্বশস্ত্র দূর্বৃত্তরা তার বাড়িতে কেরোসিন তেল ঢেলে দিয়ে অগ্নিসংয়োগ করে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি জানান, বাড়িতে আগুন দেয়ার মুহুর্তের মধ্যে পুরো বাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা বাড়ির লোকজনকে বের করে আনতে পারলেও কোন জিনিসপত্র বের করতে পারেনি। আগুনে বাড়িতে থাকা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে কৃষক ইছাক আহমদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জানান তিনি। ধারাকরা হচ্ছে সম্প্রতি নির্বাচনে তিনি এক চেয়ারম্যানের পক্ষে কাজ করার কারণে অপর চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

পাঠকের মতামত: