ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঈদের দিনে চকরিয়ায় সাংবাদিকদের অফিসে দূর্ধর্ষ চুরি, কম্পিউটার, ল্যাপটপ ও ক্যামরাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট

churiমো: সাইফুল ইসলাম খোকন ::
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সমবায় মর্কেটের তৃতীয় তলা থেকে ঈদের দিন সকালে চুরি করেছে চকরিয়ার কর্মরত সাংবাদিকদের অফিস। অফিসে কর্মরত দু’সাংবাদিকের ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১টি কম্পিউটার ও ২টি ক্যামরাসহ বিভিন্ন মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঈদের দিন বিকালে ওই মার্কেটের ৩য় তলায় নিউজ আপডেট করার জন্য চকরিয়া নিউজের সম্পাদক জহিরুল ইসলাম ও সাংবাদিক মিজবাউল হক অফিসে আসলে অফিসের দরজা খোলা দেখতে পায়। ওইসময় অফিসের ভেতরে গিয়ে দেখে তাদের মুল্যবান জিনিসপত্র নাই। অফিসের ২টি তালার লকার কেটে ভেতরে ঢুকে তাদের ব্যহহৃত ল্যাপটপ ও ক্যামরা নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ঈদের আগেরদিন গভীর রাতে কিংবা পরদিন সকালে ঈদের নামাজ পড়ার সময় এ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক মিজবাউল হক জানায়, তার ব্যবহৃত স্যামসাং কোম্পানির একটি ল্যাপটপ, একই কোম্পানির একটি সেমি এসএলআর ভিড়িও ক্যামরা, একটি ডিজিটাল ক্যামরা ও সাংবাদিক জহিরুল ইসলামের চকরিয়া নিউজ ডটকম অনলাইন পত্রিকায় ব্যবহৃত কোরাই-৩ মডেলের একটি কম্পিউটার ও কম্প্যাক কোম্পানির ৬১৫ মডেলের একটি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামরা, একটি মোবাইলসহ আনুমানিক পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। চুরি হওয়ার বিষয়টি সাংবাদিক মিজবাউল হক চকরিয়ার থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খানকে জানালে তার নির্দেশে এস আই সুকান্তের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পত্রিকার অফিস পরিদর্শন করেছে। একই সময়ে চকরিয়া চিরিঙ্গা সমিতির সাধারণ সম্পাদক সেলিম সিকদার লিটন ও সহ-সভাপতি নুরুল আলম নুরু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, সাংবাদিকদের অফিসে দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার ও ক্যামরা চুরি হয়েছে বলে জানতে পেরেছি। এব্যাপারে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: