ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ডুলাহাজারা ইউপিতে ‘ভিজিএফ‘র চাল বিতরণে অনিয়ম

oniyom durnitiডুলহাজারা প্রতিনিধি  :

চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়ন পরিষদের গরীব-দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে।

প্রতি কার্ডধারীকে ২০ কেজি করে চাল দেয়ার নিয়ম থাকলেও দেয়া হয়েছে মাত্র ১৫ থেকে ১৭ কেজি।

পরিষদের এসব দুর্নীতির ঘটনায় স্থানিয়দের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তুষ বিরাজ করছে।

গরিব দুঃস্থ ও অসহায়দের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে দেশের প্রত্যেকটি অঞ্চলে ভিজিএফ কর্মসূচী চালু করে বাংলাদেশ সরকার ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চকরিয়া উপজেলার অন্যান্য ইউনিয়নের মত ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে দরিদ্র ও অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। কিন্তু চাল বিতরণে এই ইউনিয়নে অনিয়ম করেছেন বিতরণকারীরা।

সুত্র মতে, গত সোমবার ও মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভিজিএফের ৪৯ টন চাল গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসাইনের মাধ্যমে ১১০০ ভিজিএফ কার্ডের আওতায় ২২০০০ কেজি চাল বিতরণ করেন।

তিনি জানান, আমি মাপের বালতিতে বরাবর ২০ কেজি পরিমাপ করে নিজ হাতে দাঁড়ি পাল্লা দিয়ে নির্দিষ্ট করে দিই যাতে কারো কাছে বেশি বা কম না হয় এবং এই নিয়ে কোন প্রকার বিতর্ক সৃষ্টি হয়নি। কিন্তু পূর্বের দিন সোমবার ইউনিয়নের মেম্বারদের মাধ্যমে চাল বিতরণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ করে ৭ নং ওয়ার্ডের মেম্বার ২০ কেজির স্থলে ১৬ কেজি চাল বিতরণ করেছেন। কার্ডধারীরাই বিষয়টি অভিযোগ তুলেছেন।

পরিষদের সেক্রেটারি হুমাইয়ুন কবির বলেন, বরাদ্দকৃত ৪৯ টন চাল থেকে প্রতি পরিবারকে ২০ কেজি হিসেবে ৯ ওয়ার্ডের মেম্বার ১৩৫০ টি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল হোসাইন ১১০০ টি ভিজিএফ কার্ড বরাদ্দের সুযোগ পান। অনিয়ম হলে তারাই জানবেন।

অভিযুক্ত ৭ নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলমের কাছ থেকে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি এব্যাপারে কিছুই জানে বলে প্রতিবেদকের কাছে মুখ খুলতে রাজি হননি।

 

পাঠকের মতামত: