ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বান্দরবানের সঙ্গে সারাদেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

1-1বান্দরবান প্রতিনিধি :: :
টানা চারদিনের অবিরাম বর্ষণে বান্দরবানের সঙ্গে ঢাকা-চট্টগ্রামে ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বুধবার সকাল থেকে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া বিভিন্ন এলাকার আশপাশের খাল বিল ভরাট হয়ে সড়কেটি প্রায় ৩ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে যায়। বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় প্রায় রাস্তার দু-প্রান্তে অর্ধ শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে, শহরের বালাঘাটা এলাকার পুলপাড়া এলাকায় একটি কালভার্ট ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-রাঙামাটির সড়ক গত২দির ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বান্দরবান পুরবী-পুবানী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ জানান, চট্রগ্রাম ও রাঙামাটি সড়কের বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ায় আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে, অবিরাম বর্ষণে ফলে বান্দরবান পৌর এলাকার আমিপাড়া, মেম্বারপাড়া, ওয়াদাব্রীজ, ইসলামপুর, বালাঘাটা, ক্যাচিংঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন জায়গায় নিম্ন এলাকায় প্লাবিত হয়েছে।

পাঠকের মতামত: