ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ঈদবস্ত্র ঢেউটিন বিতরণ

১২এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে গরীব ও অসহায় প্রায় ১৩০০ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। তন্মধ্যে ৭ শতাধিক নারীকে শাড়ি এবং ৬ শতাধিক পুরুষকে লুঙ্গি, পাঞ্জাবী ও শার্ট বিতরণ করা হয়। এ ছাড়াও বসতবাড়ি হারা ১৫ পরিবারকে এক বান করে ঢেউটিন এবং ৩০ পরিবারকে নগদ ১ হাজার করে ৩০হাজার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঈদবস্ত্র, টাকা ও নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বিএ(অনার্স)এমএ। কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ক্রীড়াবীদ রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুরের চেয়ারম্যান আজিমুল হক আজিম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান মো. শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ট্রাষ্টের উপদেষ্টা নেছারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সহসভাপতি আবু শামা এমইউপি, মহাসচিব এম কে মো. মিরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে সোহারব হোসেন নান্নু, আবুল কালাম, মোক্তার আহমদ, রশিদ আহমদ, চৌধরুল কবির, জিয়াবুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আজাহার উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবু তাহের ড্রাইভার, মো: আইয়ুব ড্রাইভার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরীফ উদ্দিন, ছাত্রলীঘ নেতা সিফাত, জসিম উদ্দিন, জাহেদ হোসেন বাবু প্রমূখ।

অনুষ্ঠানে ঈদ উপলক্ষে নতুন কাপড় এবং বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন পাওয়া গরীব ও অসহায় এসব নারী-পুরুষ খুশিতে আত্মহারা। তারা প্রয়াত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বিদেহী আত্মার শান্তি এবং কল্যাণ ট্রাষ্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ভবিষ্যতেও যে কোন সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর নামে ১০লাখ টাকা ব্যয়ে পাকা গেইট নির্মাণের ঘোষণা দেন এবং তা অচিরেই বাস্তবায়ন করা হবে বলে জানান।##

পাঠকের মতামত: