কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো ঈদের আগে বিশেষ এই ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল রবিবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইউনিয়নের দুঃস্থ ও গরীব নারী-পুরুষের মাঝে এই চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ অন্ষ্ঠুান উদ্বোধনের সময় উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙালী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যবৃন্দ যথাক্রমে হাসিনা বেগম, নেছারা বেগম, সায়েরা বেগম, মনির উল্লাহ, মো. ওয়াসিম, সোহরাব হোসেন নান্নু, আবুল কালাম, মোকতার আহমদ, চৌধুরুল কবির, রসিদ আহমদ, হাজ্বী আবুল কালাম ও জিয়াবুল হক উপস্থিত ছিলেন। ##
পাঠকের মতামত: