ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হামলায় নিহতদের মধ্যে ৯ ইতালীয়, ৭ জাপানি ও ১ভারতীয়

১১রাজধানীর গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি তাণ্ডবে ইতালীয় ৯ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া জাপানের ৭ ও ১ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ৯ ইতালীয়র মৃত্যুর বিষয়টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার রাতে হামলার সময় গুলশানের কূটনৈতিক পাড়ার ওই রেস্টুরেন্টে ১০ থেকে ১১ ইতালীয় নাগরিক আটকা পড়েন। জিম্মিদশা থেকে পালিয়ে আসা এক ইতালীয় নাগরিকের বরাত দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মাট্টেও রেনজি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাউলো জেনতিলিনো বলেন, সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে নয়জন হলেন ইতালির নাগরিক।৯ ইতালি ৭ জাপানি ও ১ ভারতীয় নিহত

এরা হলেন আদেলে পুগলিসি, মার্কো তন্দাত, ক্লদিয়া মারিয়া দ’আন্তোনা, নাদিয়া বেনেদেত্তি, ভিনসেঞ্জো দ’আলেত্রো, মারিয়া রিভোলি, ক্রিস্টিয়ান রোজি, ক্লদিও কাপেল্লি এবং সিমনা মন্তি।

এদিকে জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলছে, গুলশানে হামলায় জাপানের ৭ নাগরিকের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

এছাড়া রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ভারতের ১৮ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এদিকে, গুলশানের কূটনৈতিক পাড়ার আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। প্রতিবেশি ভারত, জাপান, ইতালি, রাশিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া ভারত ভয়াবহ এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে ঢাকা হামলার ঘটনা।

japanশনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বলছে, জিম্মিদের উদ্ধার অভিযান শুরুর আগেই কমপক্ষে ২০ জিম্মিকে হত্যা করেছে জঙ্গিরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশের বিশেষ অভিযান শেষে উদ্ধার হয়েছেন ১৩ জন। নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছয় হামলাকারীকে হত্যা করেছে। এছাড়া এতে নিরাপত্তাবাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী মাট্টেও রেনজি অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, একটি সরকারি বিমান বাংলাদেশের রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শনিবার রোমে এক সংবাদ সম্মেলনে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানান রেনজি।

রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ২০ জনের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের ১৮ বছর বয়সী এক তরুণী গুলশান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। জনগণের মনে ভীতি তৈরি করতে এ হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ঢাকা হামলার পর একাধিক পোস্ট করা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে নাজিব বলেন, সন্ত্রাসের কোনো ধর্ম কিংবা জাতি নেই।

শুক্রবার রাত ৯টার দিকে হলি গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। ধারালো অস্ত্র নিয়ে আল্লাহু আকবর বলে স্লোগান দেয় হামলাকারীরা। এতে মোট ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও ছয় হামলাকারী রয়েছেন। শুক্রবার রাতেই জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে ২০ জনকে হত্যা করে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

পাঠকের মতামত: