ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারনে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নং স্হানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক সিবিএনকে জানান, ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সাগর উত্তাল রয়েছ। সকল মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদ আশ্রয়ে থেকে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে জেলায় গতকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। শনিবার রাত ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। এরকম বৃষ্টিপাত আরো ৩/৪ দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এদিকে বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারনে জেলাশহরসহ বিভিন্ন মফঃস্বল হাটবাজারে ঈদ কেনাকাটায় ছন্দপতন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত: