ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কোনাখালী ইউপি নির্বাচনে ভোট গণনায় জালিয়তি, ফের গণনার দাবীতে অভিযোগ

14-300x168এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ডের মরণঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার পদে ভোট গণনকালে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা কর্তৃক চরম অনিয়ম, কারচুপি ও জালিয়তি অভিযোগ উঠেছে। এনিয়ে ভুক্তভোগী মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদী ভোট পূণগণনার দাবী তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানিয়েছেন, নির্বাচনে ৬নং ওয়ার্ডে মেম্বার পদে জাহাঙ্গীর আলম প্রতীক টিউবওয়েল, সরওয়ার উদ্দিন প্রতীক ফুটবল ও আলী আজম প্রতীক ঘুড়ি নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন। ভোটের দিন প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকে প্রার্থী সরওয়ার উদ্দিনের কাছে প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং অফিসার মোট অংকের অর্থের বিনিময়ে ভোট গণনার সময় টিউবওয়েল প্রতীকের সীলমারা ব্যালট পেপার সুকৌশলে ফুটবল প্রতীকের বান্ডিলের ভেতরে ঢুকিয়ে দিয়ে কাংখিত বিজয় ছিনিয়ে নিয়েছেন। জাহাঙ্গীর অভিযোগ করেন, ভোটে জালিয়তি নাহলে তার পক্ষে অন্তত আরো ২৫৬ভোট বেশি পেয়ে বিজয়ী হতেন। এজন্য নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তিনি গত ১৩জুন গ্রহণ করেন। তিনি জানিয়েছেন, ন্যায় বিচার পাওয়ার স্বার্থে তিনি উচ্চ আদালতের স্বরণাপন্ন হবেন।##

পাঠকের মতামত: