ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শহরের ঈদ বাজার কেনাকাটায় সরগরম

110নুরুল আমিন হেলালী :::

পর্যটন শহর কক্সবাজারের মার্কেট গুলোতে শেষ মুহুর্তে জমে উঠেছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা। শুক্রবার সরকারী বন্ধ থাকায় শহরের বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে সব বয়সী এবং সব শ্রেণি পেশার মানুষের কেনাকাটায় সরগরম হয়ে ওঠেছে সব ধরনের বিপনি বিতান। অন্যদিকে ঈদ উপলক্ষে বাড়তি চাহিদার কারণে দোকানীরাও বাহারি পোশাকে পসরা সাজিয়েছে নানা রঙে, নানা ঢঙে। পছন্দের পোশাক কিনতে বিপনী কেন্দ্রে ঢুঁ মারছেন বিভিন্ন বয়সের অসংখ্য নারী-পুরুষ। অন্যদিকে বর্ণিল সাজে সাজিয়েছে সবকটি বিপনী কেন্দ্র। পর্যটন নগরী খ্যাত এ জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারের সদস্য থাকেন প্রবাসে। একদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর অন্যদিকে প্রবাসে থাকা লোকজন, তাই তুলনামূলক সচ্ছল বলেও পরিচিত কক্সবাজার জেলার মানুষ। তাই বছর ঘুরে রমজান আসলে জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারও জমানো টাকা নিয়ে কেনাকাটা করতে ছুটে আসেন শহরের অভিজাত মার্কেটগুলোতে। আকর্ষনীয় পোশাকের সংগ্রহও রয়েছে মার্কেটের প্রতিটি দোকানে। সরজমিনে দেখা গেছে, প্রত্যেক শপিংমলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। ঈদ বাজারের এই প্রতিযোগিতায় ব্যবসায়ীরাও চোখ ধাঁধানো আলোক সজ্জা করে সাজিয়েছেন নিজের বিপনী বিতান। মার্কেটগুলোর অধিকাংশ দোকানে রয়েছে দেশী-বিদেশী কাপড়ের সমারোহ। দেখা গেছে, সব মার্কেটের প্রবেশ মুখে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের সাজ সজ্জাও করা হয়েছে। কয়েকজন ব্যবসায়ির সাথে কথা বলে জানা যায়, রোজার ঈদে ক্রেতাদের চাহিদা থাকে অনেক বেশি তাই ক্রেতাদের চাহিদা মেটাতে তারা বাড়তি পুঁজি খাটিয়েছেন। তবে কয়েকদিনের সুন্দর আবহাওয়া থাকর কারণে বিক্রি অনেকাংশে বেড়েছে। যদি বৃষ্টি না থাকে তবে কেনাকাটা আরও বাড়বে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ কাপড়সহ অন্যান্য নিত্য পণ্যর দাম বেশী। ফুয়াদ আল খতিব হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার নি¤িœ জানান, ছুটির দিন এবং রোদ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের কাপড় ছোপড় কিনতে এসেছি। তবে কাপড়ের দাম বেশী চাইছে ব্যবসায়ীরা। অনেক দোকানে বিক্রয় মূল্যের চেয়ে ৩/৪ গুণ বেশী দাম চেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। পছন্দের জিনিস কিনতে গিয়ে প্রতিনিয়ত ঠকছেন ক্রেতারা। শহরের অভিজাত মার্কেটগুলোর মধ্যে সী-কুইন, ইডেন গার্ডেন, নিউ মার্কেট, ফজল মার্কেট, হাজেরা শপিং মল, আবু সেন্টার, কোরাল-রীফ প্লাজা, এ. ছালাম মার্কেট, পৌর সুপার মার্কেট, বার্মিজ মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানে ঈদ উপলক্ষে দেশী-বিদেশী পণ্যের সমাহার চোখে পড়ার মত। তবে হকার মার্কেটে নি¤œ ও মধ্যম আয়ের মানুষের ভিড় ছিল অন্যরকম।

পাঠকের মতামত: