ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রামুতে আনসার ভিডিপি সমাবেশে অনুষ্ঠিত

ramu pic uno 29.06.16সোয়েব সাঈদ, রামু :::
রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বলেছেন, তৃণমূল পর্যায়ে অপরাধ নির্মুলে আনসার ভিডিপি সদস্যরা কার্যকর ভূমিকা পালন করছে। বর্তমানে দেশব্যাপী চলমান জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনেও আনসার সদস্যদের ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যদের আরো সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউএনও সেলিনা কাজী গতকাল বুধবার (২৯ জুন) বিকাল চারটায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আনসার ভিডিপি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলা কমান্ড্যান্ট দেওয়ান মাতলুবুর রহমান। তিনি বলেন, আনসার ভিডিপি সদস্যরা রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকান্ড সুশৃংখলভাবে করতে সহযোগিতা দেয়ার পাশাপাশি স্ব-স্ব এলাকার আইনশৃংখলার উন্নয়নেও অবদান রাখছে। বাহিনীর সুনাম ধরে রাখতে হলে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আরজিনা আকতারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম, রামু রাবার বাগানের ব্যবস্থাপক মো. ওয়াহিদুল ইসলাম, কলঘর আবুবকর ছিদ্দিকী দাখিল বালিকা মাদরাসার সুপার মাওলানা শরিফুল হক, রামু থানার উপ-পরিদর্শক মামুন প্রমূখ। চাকমারকুল ইউনিয়ন আনসার ভিডিপির সাংগঠনিক কর্মতৎপরতা নিয়ে প্রতিবেদন তুলে ধরেন, দলপতি ছলিম উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আনসার ভিডিপি সদস্য আবদুর রহমান।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আনসার ভিডিপি সদস্যদের বাই সাইকেল সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: