ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আইনজীবী অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

greptarচকরিয়া প্রতিনিধি ঃ

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবীকে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌর শহর চিরিঙ্গাস্থ জম জম হাসপাতাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মিজবাহ উদ্দিনকে গত ১৯ এপ্রিল উপজেলা ভূমি অফিসের সামনে থেকে অপহরণ ও হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আইনজীবী বাদী হয়ে আদালতে একটি ফৌজদারী অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করতে থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এই মামলার প্রধান আসামী পৌরসভার পালাকাটা হাসেম মাষ্টার পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে নুরুল আমিন (৩৮) মঙ্গলবার বিকেলে জম জম হাসপাতাল এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান জানান, গোপন সংবাদ পেয়ে আইনজীবী অপহরণ ও হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: