ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু জন্ম না হলে এইদেশ কোনদিন স্বাধীন হতো না -ডুলাহাজারায় এমপি ইলিয়াছ

100_3171চকরিয়া অফিস:

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি ছিলেন মুক্তির দিশারী। বঙ্গবন্ধু জন্ম না হলে এইদেশ কোনদিন স্বাধীন হতো না। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকান্ডে জাতীয় পার্টি পাশে থেকে দেশ পরিচালনা করছেন। সাংসদ ইলিয়াছ আরও বলেন, আওয়ামীলীগ সরকার ডুলাহাজারা সাফারি পার্ককে বঙ্গবন্ধুর নামই করেছে। সাফারি পার্ককে প্রাকৃতিক ও পশু-প্রাণীর অভয়রান্য হিসেবে গড়ে তুলতে মাস্টার প্লানের মাধ্যমে উন্নয়ন করা হবে। এই পার্কের মাধ্যমে চকরিয়াকে সারা বিশ্বে নতুনভাবে পরিচিতি লাভ করবে।

গতকাল ২৯ জুন বিকাল তিনটায় ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মাঠে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জিয়াউদ্দিন জিয়া, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মনজুর হোছাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোছাইন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলতান আহমদ, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, এমপির সহকারি নাজেম উদ্দিন, কোনাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউল আলম, সমাজ সেবক মহিউদ্দিন মিয়া, সুরাজপুর-মানিকপুর ইউপি সদস্য জাহেদ সিকদার সহ ডুলাহাজারা ইউপির সদস্য ও বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ইউপি নির্বাচনে ডুলাহাজারাবাসী জাতীয় পার্টির প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছে। আমি ইউনিয়নে সর্বোচ্ছ বরাদ্দ দিয়ে উন্নয়ন করবো। ##

পাঠকের মতামত: