ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, চকরিয়া : 1
চকরিয়ায় মাদক সেবন করে প্রতিনিয়ত স্ত্রীকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার একটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর মাষ্টার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করে পুলিশ। কারাদন্ড দেওয়া যুবকের নাম মুফিজুর রহমান (২৮)। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার নলবিলা সাতগরিয়া পাড়ার এজাহার মিয়ার ছেলে।
চকরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক জানান, বাড়ি মহেশখালী হলেও দীর্ঘদিন ধরে চকরিয়ার কৈয়ারবিলের ইসলাম নগরের মাষ্টার পাড়া এলাকায় বসবাস করে আসছিল মুফিজুর রহমান। তবে সে গত একবছর ধরে ইয়াবায় আসক্ত হয়ে প্রতিনিয়ত স্ত্রী শারমিন আক্তারকে নির্যাতন করতো। এই অভিযোগ পেয়ে মুফিজুরকে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করা হয়। এর পর তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব-উল-করিমের কাছে নিয়ে গেলে দোষ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পাঠকের মতামত: