ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বদরখালী ইউপি নির্বাচনের ভোট পুন: গণনার আদেশ নিস্পত্তির বিষয়টি প্রধান বিচারপতি’র কাছে

cnচকরিয়া অফিস:

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৭মে অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইউনিয়নের ১ ও ৯নং ওয়ার্ডে প্রিসাইডিং অফিসারগণ ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে চলে আসেন কন্ট্রোল রুমে। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলকে পাল্টে দিয়ে প্রতিদ্বন্ধীতাকারী চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম হেফাজ সিকদারকে মাত্র ৪৬ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে অপর প্রার্থী খাইরুল বশরকে বিজয়ী দেখানো হয়। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম হেফাজ সিকদার বাদী হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন নং-৬০৯৩/২০১৬ দায়ের করেন। হাইকোর্ট এর বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও মোঃ খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৭মে আবেদনকারীর ভোট গণনার আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। এরই মধ্যে গত ২৫মে পিটিশনের বিবাদী প্রার্থী খাইরুল বশর মেম্বার উক্ত ভোট গণনার আদেশের বিরুদ্ধে আপীল নং-১৬৭৮/২০১৬ দায়ের করলে মাননীয় আপীল বিভাগের চেম্বার জজ মির্জা হোসাইন হায়দার উক্ত বিষয় চূড়ান্ত নিষ্পত্তির জন্য মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপীল বেঞ্চ-এ গত ০২জুন শুনানীর জন্য প্রেরণ করেন।

পাঠকের মতামত: