ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অগ্রযাত্রা থামিয়ে রাখা যায়নি -চকরিয়ায় আওয়ামীলীগের ইফতার মাহফিলে বক্তারা

Chakaria Picture A Leage 24-06-2016প্রেস বিজ্ঞপ্তি :

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিল ও বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন তৃণমুল পর্যায়ে পৌছানোর লক্ষ্যে জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুউদ্দিন আহমেদের তত্বাবধানে গতকাল ২৪ জুন বিকাল তিনটায় পৌরসদরে এক অভিজাত হোটেলে ইফতার মাহফিল ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহসভাপতি এমআর চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, কৃষকলীগের সভাপতি জসিমউদ্দিন চেয়ারম্যান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মীর আহমদ হেলালী, উপজেলা আওয়ামীলীগ নেতা মনজুর হোছাইন চৌধুরী, আলমগীর হোছাইন মেয়র, বদরুদ্দোজা, চিরিঙ্গার আহমদ কবির মেম্বার, হারবাং আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, জাফর আলম সিকদার, পরিমল বড়–য়া, সুরাজপুর-মানিকপুর সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, কৈয়ারবিলের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সম্পাদক আতিকুর রহমান হানু, ডুলাহাজারা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল এহেসান চৌধুরী, বমুবিলছড়ির সভাপতি সোলতান আহমদ, চিরিঙ্গা ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, আবদু শুক্কুর। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের অগ্রগতি থামিয়ে রাখা যায়নি। বাংলাদেশ এগিয়ে যাবেই।

পাঠকের মতামত: