ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খুটাখালীতে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল লুট

cnসেলিম উদ্দিন, ঈদগাঁও :::

চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে দিন দুপুরে ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটের অভিযোগ পাওয়া ৃগেছে। ২৩ জুন বিকেল পৌনে ৫ টার সময় হাফেজ খানা সড়কস্থ সমিতি মার্কেটের সামনে ঘটে এ ঘটনা। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৪)। সে বর্ণিত ইউনিয়নের শিয়াপাড়ার মরহুম তৈয়ম গোলালের পুত্র এবং খুটাখালী বাজারের সাইফুল ্েস্টারের মালিক। গুরুত্বর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ২ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, বিগত ২০০৮ সালে স্থানীয় ব্যবসায়ী এস.আলম এন্টারপ্রাইজের মালিক ছৈয়দ আলমকে লবন ব্যবসার জন্য ব্যবসায়ীক রশিদ মূলে নগদ দেড় লক্ষ টাকা দেয়া হয়। বিগত চার বছর সন সন ওয়ারী ঐ টাকার লভ্যাংশ পরিশোধ করা হলেও গেল চার বছরের কোন ধরনের লভ্যাংশ ও মূলধন পরিশোধ না করায় তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী মহলকে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ছৈয়দ আলম আজ কাল পরিশোধ করবে মর্মে একাধিকবার কালক্ষেপন করেন। বৃহস্পতিবার বিকেলে সমিতি মার্কেটের সামনে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে তার পুত্র জিয়াউর রহমানসহ তাকে উপর্যোপরী মারধর করে তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি ১৮ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নেয়। তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ঐ এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চকরিয়া থানায় পিতা পুত্রকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: