ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ৮ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, আটক এক

স্টাফ রিপোর্টার, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অবৈধ পার্কিয়ের দায়ে ৮টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় এক চালককে। গতকাল বুধবার দুপুরে পৌরশহর চিরিঙ্গায় মহাসড়কে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চকরিয়া পৌরশহর চিরিঙ্গায় জনজট ও যানজট ঠেকাতে রমজানের প্রথমদিন থেকেই অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার মহাসড়কের ফুটপাত দখল করে অবৈধ পার্কিয়ের দায়ে ৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু করে আদায় করা হয় নগদ সাত হাজার দুইশত টাকা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব-উল-করিম। সাথে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেকসহ বিপুল সংখ্যক পুলিশ।
নির্বাহী ম্যাজিস্টেট্র মো. মাহবুব-উল-করিম জানান, যানজট ও জনজট নিরসন এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: