ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জামিনে মুক্ত শওকত মাহমুদ

image_158918_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাংবাদিক নেতা শওকত মাহমুদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দী ছিলেন শওকত মাহমুদ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বিকেলে মুক্তি দেয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ কারাগার ফটকে উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বছরের ১৮ আগস্ট ঢাকার পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের কাছে গাড়ি থামিয়ে বিএনপিপন্থি এই সাংবাদিক নেতাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর ইস্কাটনে গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এ ছাড়া গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা তিনটি মামলায় এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

পাঠকের মতামত: