ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফ হেচ্ছার খালের আদম পারাপারের ঘাট বন্ধ করে দিয়েছে বিজিবি

teknaf_2টেকনাফ প্রতিনিধি ::

সাম্প্রতিক সময়ে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়ার হেচ্ছার খাল দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের রোহিঙ্গা পারাপার হচ্ছে মর্মে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি উক্ত ঘাট বন্ধ করে দিয়েছে। উক্ত ঘাটের নেতৃত্ব দানকারী ছৈয়দ আলম ঘাট থেকে সরে দাড়িঁয়েছে। উল্লেখ্য যে, এই আদম পারাপারের ঘাট দিয়ে দীর্ঘ দিন পর্যন্ত একটি সিন্ডিকেট মিয়ানমারের রোহিঙ্গা পারাপারের নাম দিয়ে বড় বড় ইয়াবার চালান রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসছিল। স্থানীয় বিজিবি টহল দল এদের সাথে যোগসাজশ থাকলেও কিন্তু ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা তা জানতনা। এ ব্যাপারে দৈনিক সমুদ্র বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে তারা তদন্ত চালিয়ে উক্ত ঘাট বন্ধ করে দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

 

পাঠকের মতামত: