ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

জঙ্গীবাদ, গুপ্ত হত্যাসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকে এগিয়ে আসতে হবে -এএসপি

Chakaria Picture  18-06-2016চকরিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের নবাগত সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মো.মতিউল ইসলাম বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গীবাদ নির্মুল, গুপ্ত হত্যা ও মানব পাচারসহ সকল ধরণের অপরাধ প্রবণতা বন্ধে পুলিশের পক্ষ থেকে জিরো ট্রলারেন্স চলছে। অপরাধের সাথে জড়িতদেরকে সনাক্ত করে ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এখনো পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, যাঁরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জঙ্গীবাদ ও গুপ্ত হত্যা চালাচ্ছে তাঁরা দেশের শত্রু। জনগনের শত্রু। তাদেরকে কোন ভাবেই বরদাস্ত করা যাবেনা। তাই সব ধরণের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। অপরাধীরা সংখ্যায় কম, কাজেই জনগন সহযোগিতা করলে পুলিশ অবশ্যই অপরাধীদেরকে সহজে গ্রেফতার করতে পারবে। শনিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর নব বিজয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মাদক, মানবপাচার, জঙ্গীবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয় কমিউনিটি পুলিশের আয়োজনে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিমের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় পাঁচটি বৌদ্ধ বিহার কমিটির সভাপতি সুদন্য বড়–য়া, সেতু বড়–য়া, ডা.নিকুঞ্জ, অংলা থ্রোয়াই রাখাইন, মংডু রাখাইন, সামসু রাখাইন, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার আবুল হাশেম, নির্মল বড়–য়া, কামাল হোছাইন, মোহাম্মদ মিনার ও নারী সদস্য ফোরকান আরা বেগম। অনুষ্টানে ইউনিয়নের সকল সম্প্রদায়ের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের আলেম, সমাজ সর্দার, স্কুল শিক্ষক ও ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক সুমন দাশ। #

পাঠকের মতামত: