ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বদরখালী-ফুলতলা আজমনগর-সড়কের টমটমে যাত্রী হয়রানি, চোরাই বিদ্যুত লাইন ব্যবহারের অভিযোগ

tomtom_এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী ফুলতলা আজমনগর সড়কে চলাচলরত অনুমোদন বিহীন টমটম গাড়ি গুলোতে যাত্রী হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে টমটম চালকরা সড়কে চলাচলরত ইউনিয়নের আজমনগর, মামা ভাগিনা পাড়া, নাপিতখালী পাড়া, মগনামা পাড়া, দাতিনা খালী পাড়া, পুকুরিয়া পাড়া. লম্বাখালী পাড়া ও ধমপাড়া গ্রামের কয়েকজন জনগনকে জিন্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এ সড়কে টেম্পু গাড়িতে প্রতিজন যাত্রী বদরখালী বাজার থেকে আজমনগর স্টেশনে গেলে ভাড়া নিচ্ছে ১০টাকা। অনুরূপভাবে টমটম গাড়ি গুলো এতদিন জনপ্রতি ১০টাকা ভাড়া আদায় করলেও চালকরা যাত্রীদের জিম্মি করে এখন জনপ্রতি ১৫টাকা করে ভাড়া আদায় করার চেষ্টা করছে। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনের অনুমোদন ছাড়া টমটম গাড়ি গুলো অদক্ষ ও আনাড়ি চালকদের মাধ্যমে সড়কে চলাচলের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে অনেক যাত্রী সাধারণ দুর্ঘটনায় শিকার হয়ে আহত হচ্ছে। এ অবস্থার কারনে ভুক্তভোগী যাত্রী সাধারণ সড়কে চলাচলরত অনুমোদন বিহীন এসব টমটম গাড়ি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সড়কে চলাচলরত ৩০-৩৫টি টমটম গাড়ির কারনে এলাকায় প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। পল্লী বিদ্যুতের অসাধু কিছু মাঠকর্মীর আর্থিক সহযোগিতায় চালকরা নিজেদের বাড়িতে অবৈধভাবে টমটম গাড়ি গুলো প্রতিনিয়ত চার্জ দিচ্ছে। এ অবস্থার কারনে আশপাশ এলাকায় শত শত বিদ্যুত গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। টমটম গাড়িতে চার্জ দেয়ার কারনে রাতের বেশির ভাগ সময় ওই এলাকায় বিদ্যুতের লো-ভোল্টেজ হয়ে আসছে। এতে এলাকার জনসাধারণের বাসাবাড়িতে নষ্ট হচ্ছে ইলেক্ট্রনিক্স সামগ্রী।

স্থানীয় লোকজন জানান, টমটম গাড়ি গুলোতে চার্জ দেয়ার জন্য এলাকায় বিদ্যুত বিভাগের অনুমোদন নেয়া মিটারসহ গ্যারেজ নেই। মুলত চালকরা রাতের আঁধারে চুরি বাড়ি থেকেত কিংবা সংযোগ লাইনের তার কেটে টমটম গাড়ি গুলোতে চার্জ দিচ্ছে। তদন্ত করলে চুরির ঘটনা ধরা পড়বে বলে দাবি করেন স্থানীয়রা। ভুক্তভোগী লোকজন এব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা অফিসের উর্ধবতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। #

পাঠকের মতামত: