ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মন্দিরে হামলা, পুরোহিত ও সেবকসহ গুপ্ত হত্যা এবং শ্বশানের জায়গা দখলের প্রতিবাদে চকরিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ওওওওওওওমিজবাউল হক, চকরিয়া ::

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দিরে হামলা চালিয়ে পুরোহিত ও সেবকসহ গুপ্ত হত্যা এবং শ্বশানের জায়গা দখলের প্রতিবাদে চকরিয়ায় উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদোগে অনুষ্টিত হয়েছে মানববন্ধন কর্মসুচী ও বিক্ষোভ মিছিল। বুধবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের নিউ মার্কেট এলাকায় অনুষ্টিত হয় এ মানববন্ধন কর্মসুচী। পরে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা সভাপতি বাবু এসকে আর্চায্যের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা বাবু তপন কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া জুয়েলারী সমিতির সভাপতি সমীরণ ধর চান্দু, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, শুধাংশু বিমল সুশীল, তপন কান্তি সুশীল, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির নেতা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সুধীর চন্দ্র দাশ, চকরিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক। বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা ঝোটন কান্তি দে, অধ্যাপক কৃষ্ণ কুমার দে, লিটন দাশ, নবোত্তম দাশ, শ্রী নন্দ দাশ, সৃজন দে, ডা.সুমন দাশ, সুজন দেবনাথ (বাবু), সুজিত দাশ, কৃষ্ণ দাশ, পরেশ দাশ গুপ্ত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় শীল, যুগ্ম সম্পাদক স্বপন কুমার মল্লিক, দয়াল হরি নাথ (জোসেফ), অধ্যাপন রুপন কান্তি ধর, প্রকাশ রঞ্জন রুদ্র।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে (গনেশ), বাবু লব দাশ, প্রবীর চৌধুরী, মাষ্টার ভুবন বিজয়, মিঠু বসাক, সাগর নাথ, বাংলাদেশ সনাতন মহাশক্তি চকরিয়া উপজেলা সভাপতি সৃজন দত্ত (পিবলু), সাধারণ সম্পাদক অর্জুন দাশ, যুগ্ম সম্পাদক সুজন দাশ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ছাত্র যুব পরিষদের সভাপতি বাবু বড়ৃয়া, সাংগঠনিক সম্পাদক নয়ন মহাজন পাপ্পু, প্রচার সম্পাদক সৌরভ সুশীল, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি মিন্টু রাম কর প্রমুখ। এছাড়াও মানবন্ধনে হিন্দু সম্প্রদায়ের সকলস্থরের প্রতিনিধি প্রত্যেক মন্দির কমিটির নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। #

পাঠকের মতামত: