ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রমজান আলী বাহদুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বিভিন্ন মহলের শোক

Pic Chakaria 14.06.16এম.জিয়াবুল হক, চকরিয়া :::
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডার রমজান আলী বাহাদুর সোমবার রাত ৮টা ৩০ মিনিটে চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহে ওয়া ইন্না ইল¬াহে রাজিউন)। তার বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে। মরহুম রমজান আলী বাহাদুর ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি ৮ ছেলে, ২ মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ১৪ জুন বিকাল ২টায় ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার নামজে জানাজা শেষে যথাযোগ্য ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজার আগে মুক্তিযুদ্ধে তার গৌরবগাঁতা ও তার কর্মময় জীবন নিয়ে সুধীজন আলোচনা করেন। তার নামাজে জানাজায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রমজান আলী বাহাদুরের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আলহাজ জাফর আলম এম.এ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা পেকুয়ার এড়. কামাল হোসেন, চকরিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম গিয়াস উদ্দিন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম জিয়াবুল হক প্রমুখ।

পাঠকের মতামত: