ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের ৬মাসের কারাদন্ড

karadondচকরিয়া অফিস:

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মিনহাজ উদ্দিন (১৯) এক যুবককে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  আজ ১৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাহেদুল ইসলাম এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত ওই যুবক চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের কাহারিয়া গ্রামের আহমদ সোবহানের পুত্র।

পুলিশ জানিয়েছেন, পৌরএলাকার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনার শিব্বির আহমদের কন্যা কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী রাবেয়া বসরি আছমা (১৭) কে বখাটে যুবক মিনহাজ প্রতিনিয়ত কলেজে যাওয়া আসার পথে উক্ত্যক্ত করত। এরপ্রেক্ষিতে ছাত্রীর পিতা শিব্বির আহমদ গতকাল সকালে চকরিয়া থানায় অভিযোগ দিলে ওইদিনই সকাল ১১টায় পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের চিরিঙ্গা হাশেম মাকের্টের সামনে থেকে মিনহাজকে গ্রেফতার করে।

চকরিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটক মিনহাজকে আজ সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাকে ৬মাসের কারাদন্ড দেন। ##

পাঠকের মতামত: