ঢাকা,বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

চালক সিন্ডিকেটের কবলে চকরিয়ার সরকারি এ্যাম্বুলেন্স সেবা

অনুসন্ধানে আরো জানাযায়, তিনি চকরিয়া থেকে কক্সবাজার সদর হাসপাতালে নির্ধারিত ভাড়া ১২৪০ টাকা হলেও রোগী থেকে ২ থেকে ৩ হাজার টাকা আদায় করে। এবং কক্সবাজার থেকে চকরিয়া ফেরার সময় ভাড়া নিয়ে আসলেও  টাকা গুলো সরকারি কোষাগারে জমা না করে হাতিয়ে নেয় । মূলত তরুণ মল্লিকের বাড়ি কক্সবাজার পৌর এলাকায় হওয়াতে সদর হাসপাতালে ভাড়া নিয়ে গেলে ভাড়া ছাড়া চকরিয়ায় ফিরতে হয় না। সেই কারণে চট্টগ্রাম যাওয়া বন্ধ করে কক্সবাজারে যায়।

উপজেলার সচেতন মহল বলছে,বিভিন্ন হাসপাতালের একটি সিন্ডিকেট থেকে প্রতি মাসে মাসোয়ারা পেয়ে থাকেন । এজন্য তারা সবসময়  সরকারি অ্যাম্বুলেন্স সংকট  দেখিয়ে  প্রাইভেট এ্যাম্বুলেন্সের কথা বলে । যার ফলে সরকারি অ্যাম্বুলেন্সের উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা । ফলে অর্থ অপচয়ের পাশাপাশি সঠিক সময়ে অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে প্রাণ হারানোর ঝুঁকিতে পড়েছে অনেক মানুষ ।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক তরুণ মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন,অসুস্থতার কারণে আমি দীর্ঘ দুই বছর ধরে ভাড়া নিয়ে চট্টগ্রাম যেতে পারি না । ভাড়া বেশি নেয়ার অভিযোগটি অনেক পূর্বের।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নাল আবেদীন বলেন, তিনি নিয়মিত চকরিয়া থেকে কক্সবাজার সদর, চট্টগ্রাম মেডিকেলে রোগী নিয়ে যায় । তবুও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাইলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: