ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্বহত্যা

ইমরান হোসাইন. পেকুয়া ::
পেকুয়ায় এক স্কুল ছাত্রী বিষপান করে আতœহত্যা করেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম উর্মি আক্তার(১৪)। সে ওই এলাকার মোহাম্মদ বাচ্চুর মেয়ে ও পেকুয়া জিএমসির ১০ম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানান, ওইদিন ভোরে সেহেরী খাওয়ার সময় উর্মির পিতা-মাতা ঝগড়া করছিল। এ সময় উর্মি তাদের ঝগড়া মেটাতে ব্যর্থ হওয়ায় সবার অগোচরে বিষপান করে। পরে, মুর্মষ অবস্থায় তাকে ডা.মুজিবের ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চকরিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা আরো জানায়, উর্মির পিতা-মাতা প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। উর্মি এসব পছন্দ করতোনা। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছন। তবে, পরিবারের দাবি উর্মি অসুস্থ ছিল। ওষুধ মনে করে ভুলে বিষপান করে। এতে তার মৃত্যু হয়।
থানা পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রের্কড় করা হয়েছে।

 

পাঠকের মতামত: