ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জেলায় ১৫৫৮ নারী সহিংসার শিকার

22222সংবাদ বিজ্ঞপ্তি:

গত জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে জেলায় ১৫৫৮ নারী সহিংসার শিকার হয়েছে। সেখানে শারীরিভাবে নির্যাতিত ১২৪৯ জন এবং পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ৯৭ নারী। এছাড়া তিন মাসে যৌন হয়রানী ১৯টি, অপহরণ ১২টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২৪টি। যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক কক্সবাজার’র ত্রৈমাসিক সভায় এ তথ্য উপস্থাপন করেন সংগঠনটির প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।

কক্সবাজার সদর মডেল থানার ডায়েরী, জেলা সদর হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি), ব্র্যাকের আইন সহায়তা কর্মসুচি ও কক্সবাজার নারী সহায়তা কেন্দ্রে সুত্র ধরে তিনি এসব তথ্য তুলে ধরেন।

১০ জুন শুক্রবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় ফজুলল কাদের চৌধুরী নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাফরুল্লাহ নূরী বলেন, যৌন হয়রানী নির্মূল করতে অভিভাবক পর্যায়ে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রচারাভিযান চালাতে হবে।

সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার কানন পাল, ব্র্যাকের প্রতিনিধি অজিত নন্দি, সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, মাসুদ রানা, নেটওয়ার্কের সদস্য জসিম উদ্দিন ছিদ্দিকী, জুলফিকার আলী, সাংবাদিক ইমাম খাইর, আনোয়ার হাসান চৌধুরী, ফরিদুল আলম, আবুল কালাম, সাইফুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত: