ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আদালতের অভিযান: অবৈধ পাকিংয়ের দায়ে ৬ পরিবহন ও দামের তালিকা না থাকায় মাংস দোকানীকে জরিমানা

ddddএম.জিয়াবুল হক, চকরিয়া ::;

কক্সবাজারের চকরিয়ায় দুইদিনের ব্যবধানে মঙ্গলবার দুপুরে ফের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ওইসময় অবৈধ পাকিংয়ের অপরাধে সাতটি পরিবহনকে আটকের পর এক হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। অপরদিকে আদালতের নির্দেশনা মতো প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা বিক্রি হচ্ছে এমন মুল্য তালিকা না টাঙ্গানোর কারনে এক মাংসের দোকানীকে জরিমানা করা হয়েছে। অভিযানে আদালত ৮টি মামলা রুজু করে সাত হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে এ অভিযান পরিচালনা করেন।

আদালতের পেশকার উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারি তপন কান্তি দাশ বলেন, পবিত্র রমজান মাসে চকরিয়া পৌরশহরের যানজট নিরশন ও বাজারে নিত্যপন্যের মুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইদিনের ব্যবধানে ফের অভিযান পরিচালনা করেন। ওইসময় আদালত অবৈধ পাকিংয়ের অপরাধে সাতটি যানবাহন আটকের পর ৫টিকে এক হাজার টাকা ও দুটিতে পাঁচশত টাকা করে জরিমানা করেন। অপরদিকে একই সময়ে আদালত মাংসের দোকানে মুল্য তালিকা টাঙ্গানো না থাকায় দোকানীকে এক হাজার টাকা জরিমানা করেছে। #

পাঠকের মতামত: