ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় গাড়ি থেকে নামিয়ে মহিলা মেম্বারকে ছুরিকাঘাতে জখম, নগদ দেড়লাখ টাকা ছিনতাই

chinotaiএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে সিএনজি গাড়ি থেকে নামিয়ে আরজ খাতুন (৪৮) নামের এক মহিলা মেম্বারকে ছুরিকাঘাতে জখম করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। ওইসময় তার কাছ থেকে লুটে নিয়ে গেছে নগদ দেড় লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন । বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার আরফান আলী সওদাগরের দোকানে অনতি দুরে ঘটেছে এ ঘটনা। আহত মহিলা মেম্বারকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরজ খাতুন স্থানীয় ঢেমুশিয়া ইউনিয়নের সদ্য নির্বাচিত মহিলা মেম্বার এবং তিনি স্থানীয় শাহ আলমের স্ত্রী।

অভিযোগে হামলার শিকার মহিলা মেম্বার আরজ খাতুন জানান, কিছুদিন আগে ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতের তার একটি চিংড়ি প্রকল্পের বাধঁ বিলীন হয়ে যায়। গত কয়েকদিন ধরে তিনি শ্রমিক দিয়ে চিংড়ি প্রকল্পের বাঁধ মেরামত করছিলেন। বৃহস্পতিবার বিকালে চকরিয়া সদরের মার্কেটস্থ স্বর্ণের দোকান থেকে শ্রমিকদের বেতন বাবদ মজুরি দিতে দেড় লাখ টাকা নিয়ে একটি সিএনজি গাড়ি যোগে এলাকায় ফিরছিলেন। ওইসময় ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার আরফান আলী সওদাগরের দোকানের উত্তর পাশে সড়কে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় মৃত আবুল কালামের ছেলে সাগর ও সানজুর নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ওইসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে টাকা ভর্তি থলেটি ও গলা থেকে একটি স্বর্ণের চেইন লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মহিলা মেম্বার আরজ খাতুন অভিযোগ করেছেন, তাকে হামলা ও টাকা লুটের এ ঘটনায় স্থানীয় রোকেয়া বেগম নামের এক মহিলার ইন্ধন রয়েছে। ঘটনার পর পর আহত মহিলা মেম্বারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা মোরশেদুল আলমসহ পরিবার সদস্যরা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। হামলার এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহত মহিলা মেম্বার।

পাঠকের মতামত: